বিথী,বয়স ২৪ ।তার ভাষ্যমতে সে মা বাবার খুব আদুরে মেয়ে।অবাধ স্বাধীনতায় বড় হয়েছে।আদর,সোহাগ,কেয়ার এর মধ্যে জীবন কেটেছে।
৬ মাস হলো বিয়ে হয়েছে ।দীর্ঘ ১০ বছর প্রেম করে এ বিয়ে ।
কিন্ত বিয়ের পর থেকেই অশান্তি ।
সে বলে হাজবেন্ড এর ১% আবেগ ও নেই।কেবল লজিক ও ব্রেইন দিয়ে চলে।
সে বলে শ্বাশুড়ি সহ বর পক্ষের কেউই সহানুভূতি সম্পন্ন নয়।বিশেষ করে শ্বাশুড়ির সঙ্গে মনোমালিন্য লেগেই থাকে।
ভাসুর বলে আমি নাকি " সাইকো" ।
আমি মাস্টার্স ডিগ্রি করা ,ইন্নোসেন্ট মেয়ে।
।আমি একটু বেশি আবেগী তবে আমি চাই স্বামী আমাকে বুঝিয়ে বলুক,সবার সামনে যেন অপমান না করে।
তারা প্রতিনিয়ত ভুল ধরে, হ্যারাস করে।
শ্বাশুড়ীর অভিযোগ আমি দেরি করে ঘুম থেকে উঠি।স্বামি বলে আমি নাকি ওভার কেয়ার, ওভার সিমপ্যাথি চাচ্ছি ।
আমি চাচ্ছি সেল্ফ রেসপেক্ট, কিন্তু স্বামী বলে এটি নাকি আমার " ইগো" ।
তারা আমাকে ছাদে যেতে দেয় না,বলে ছাদে জ্বীন-ভূত রয়েছে।অথচ আমি খোলামেলা জায়গা পছন্দ করি।
গত পরশু কোন একটি বিষয় নিয়ে শ্বাশুড়ির সঙ্গে তার ঝগড়া হয়।রাগ করে সে ছাদে চলে যেতে চায়।এতে স্বামী বাধা দেয় কিন্ত সে জোর করে ছাদে চলে যায়।স্বামি তখন তার শ্বাশুড়িকে ফোনে এসব জানায়।
কেন মাকে জানিয়ে তাকে ছোট করলো এই আক্রোশে সে তখন পিপড়া মারার ঔষধ খেয়ে ফেলে।এতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারতে থাকে।শ্বাশুড়ী বলে আরো মার এবং স্বামী আরো মারতে থাকে।এক পর্যায়ে চুল ধরে বের করে দেয়।
এরপর থেকে স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।তারা বলে বন্ড সই দিতে হবে যে সে আর এমন কাজ করবে না,তা না হলে তাকে সংসার করতে দেবে না।
আমি বলি আমাকে ১ বছর সময় দাও আমি সব শিখে নেবো।তারা আমাকে বিশ্বাস করে না।
স্বামীকে জিজ্ঞেস করলাম ১০ বছর প্রেম করলেন তখন বুঝতে পারেননি আপনার বউ রাগী, আবেগী? স্বামী বলে এতো বেশি, তা বুঝতে পারিনি।
এ কাহিনী থেকে যা আমরা শিখতে পারি ঃ
১ ।প্রেম আর বিয়ে এক জিনিস না।যারা প্রেম করছেন বিয়ের পর জীবন বাস্তবতা কেমন হবে আগ থেকেই ভেবে নেবেন
২ ।বহুদিন প্রেম করলেও প্রকৃত মানুষ কি ধরনের তা বুঝা কঠিন।এমনকি বহুদিন সংসার করেও বোঝা দায়
৩ ।আবেগ,রাগ বেশি তার মানে এই নয় সে "খারাপ"।
৪ ।আবার আপনি মনের দিক থেকে যত ভালো মনের মানুষ হন না কেন,বাইরের রাগ,ক্রোধ আপনাকে সবার কাছে অপ্রিয় করে তুলবে
৫ ।বউ ছেলেকে বশীকরণ করে আমার থেকে ছিনিয়ে নিয়েছে, শ্বাশুড়িদের এই মানসিক দৈন্যতা অনেক পারিবারিক অশান্তির কারণ
৬ ।" ইগো" বনাম "সেলফ রেসপেক্ট" এর মধ্যে পার্থক্য জানা জরুরি ।আমরা প্রায়ই এ দুইটিকে গুলিয়ে ফেলি।
৭ মা,বাবার ঘরে অনেক কেয়ার, যত্নে মানুষ হয়েছি তাই বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়ীর লোকদের থেকেও সমান কেয়ার,যত্ন পাবো এরকম প্রত্যাশা না থাকাই ভালো
 
No comments:
Post a Comment