Friday, March 3, 2017

রোগ কাহিনী-১৪

কষ্ট শুধু মনে থাকে না
এটি শরীরের কোষে কোষে ও ঢুকে পড়ে
......................................................
আমরা মনে করি ডিপ্রেশন মানে রোগী এসে সরাসরি মনের কষ্ট,অশান্তির কথা বলবে।

কিন্তু বেশীরভাগ ডিপ্রেশন এর রোগীরা ডাক্তারের কাছে যায় শারিরীক সমস্যা নিয়ে।

এ জন্য অনেক ডাক্তার প্রথম দিকে এটি যে মানসিক রোগ সেটি ধরতে পারেন না।

অহেতুক প্রচুর পরীক্ষা - নিরীক্ষা করা হয়।

পরীক্ষায় সব কিছু নরমাল দেখে

আপনার কোন রোগ নাই বলে

স্যালাইন, ভিটামিন, ঘুমের ঔষধ দিয়ে রোগী বিদায় করে।

কিন্তু রোগী তো সুস্হ হয় না।

বরং আরো খারাপ হতে থাকে।

এক পর্যায়ে রোগী বা তার আত্মীয়রা নিজেরাই বুঝে ব্রেইনের ডাক্তার / মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে

ততদিনে বুড়িগঙ্গার পানি অনেক গড়িয়ে গেছে।

রোগ মারাত্মক  ও জটিল পর্যায়ে চলে যায়।

কেউবা আত্মহত্যা করে বা অকর্মণ্য হয়ে  পরে।

কাহিনী সংক্ষেপ :

রোগীনি ওয়াহিদা, বর্তমান বয়স ৩০।

বিয়ের পর স্বামী আরেকটি বিয়ে করে।

তবে তালাক হয়নি।

একটি ছেলে আছে,সে ও তার সঙ্গে থাকে।

দিনে আনে দিন খায় অবস্হা।অনেকদিনের রোগ।অনেক চিকিৎসা করানো হয়েছে( এলোপ্যাথি, কবিরাজি  সবই)।

কিন্তু রোগের উপশম হয় না।

তার সমস্যা :

শরীর কাপে,
মাংস লাফায়
,চুলে বিড় বিড় করে,
ঘুম কম,
মাথা ঝাকুনি দেয়
,হাত মোচড়ায়
,গলায় কি যেন উঠে যায়,
পেট মোড়া দেয়
,জ্বর আছে,
পায়খানা কষা
,বালিশের সঙ্গে মাথা লাগাতে পারি না,
বুক ব্যথা
,শরীরে জ্বালা- পোড়া
,রুহু বাইরা বাইরি করে
,ক্ষিধা নেই,ঘুম নেই,
রাতে আজেবাজে দেখে চিৎকার দিয়ে উঠি
,বুক ধরফর করে,
পেট ভুর ভুর করে, ঢাকে-ইত্যাদি

আরো কি জানতে চাইলে বলে:

হাহুতাশ লাগে,
কাজ করতে পারি না,
জ্ঞান নেই,
কিছু বুঝি না,
কি ভাবে কাজ করবো তাও বুঝি না,
ঘুরাঘুরির মধ্যে থাকি,
আনন্দ লাগে না,
এর কাছে ওর কাছে যাই কিন্তু কোথাও শান্তি পাই না,
কি যেন হারিয়ে ফেলেছি,

বেশী কথা বলি( আল্লাহ আল্লাহ বলি,অসুখ ভালো হবে না ইত্যাদি বলি)।

এ কাহিনী থেকে যা আমাদের শেখার রয়েছে :

১। ডিপ্রেশন এর রোগীরা নানাবিধ শারিরীক লক্ষন নিয়ে হাজির হতে পারে।

মনের কথা,মনের ব্যথা শরীরের মধ্য দিয়ে প্রকাশ পায়।

২। পরীক্ষায় কিছু পাওয়া যায় নাই, তাই কোন রোগ নাই এমনটি বলা অজ্ঞতার পরিচয়

।সকল ডাক্তারদের মনে রাখতে হবে কোন লক্ষনই তথাকথিত ভেইগ বা বানানো নয়।

রোগের কারন পাচ্ছেন না বা

আপনার পড়া বিদ্যার সঙ্গে লক্ষন মিলছে না

তাই এটি রোগ নয় এমনটি ভাববেন না।

মনোরোগ সমন্ধে প্রচুর পড়াশুনা করতে হবে

৩। দারিদতা,পারিবারিক / দাম্পত্য সমস্যা  ডিপ্রেশন এর একটি বড় কারন হতে পারে।

৪। আশার কথা ডিপ্রেশন এর কার্যকর ও সফল চিকিৎসা রয়েছে।

No comments:

Post a Comment