Tuesday, August 29, 2017

সাইকিয়াট্রিস্ট এর জার্নাল-১৩:প্রসঙ্গ " পরিপক্কতা বনাম অপরিপক্বতা "

সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে জাতীয় সংসদ এখনো " অপরিপক্ব " বলাতে দেশব্যাপী তুমুল হৈচৈ শুরু হয়েছে।সংসদ তো অনেক উপরের ব্যাপার আমরা আদার ব্যাপারি তা নিয়ে মাথা না ঘামালেও চলবে।কিন্তু আমরা আমজনতা কে কতটুকু "পরিপক্ব " তার একটি যাচাই- বাছাই  হয়ে যেতে পারে:

আসুন যাচাই করি আমি,আপনি কতটুকু পরিপক্ব :

১। পরিপক্বতা হচ্ছে যখন আপনি অন্যকে " বদলানোর" চেষ্টা বন্ধ করবেন, বরং নিজকে বদলানোর দিকে মনোযোগী হবেন।

২। পরিপক্বতা হচ্ছে যখন মানুষ যেমন সেভাবেই তাকে আপনি মেনে নিবেন/ গ্রহন করবেন

৩। পরিপক্বতা হচ্ছে প্রত্যেকে যারযার অবস্হান থেকে সঠিক এটি বুঝতে পারা

৪। পরিপক্বতা হচ্ছে যখন " চলে যেতে/ ছেড়ে দিতে" ( লেট গো) শিখবেন

৫। পরিপক্বতা হচ্ছে যখন " সম্পর্কের" ক্ষেত্রে " প্রত্যাশা গুলো" বাদ দিতে পারবেন এবং বিনিময় ছাড়া " দেওয়ায়" বিশ্বাস করবেন।

৬। পরিপক্বতা হচ্ছে যখন আপনি বুঝবেন আপনি যা করেন আপনার শান্তির জন্য  করেন

৭। পরিপক্বতা হচ্ছে যখন আপনি পৃথিবীর কাছে আপনি কতটুকু বুদ্ধিমান এটি প্রমান করার চেষ্টা বন্ধ করেন

৮। পরিপক্বতা হচ্ছে যখন আপনি অন্যদের কাছ থেকে সমর্থন, পছন্দ, অনুমোদন চেয়ে বেড়াবেন না

৯। পরিপক্বতা হচ্ছে যখন আপনি নিজের মধ্যে সুখে- শান্তিতে থাকেন

১০। পরিপক্বতা হচ্ছে যখন আপনি " প্রয়োজন( নিড)" ও " চাহিদা( ওয়ান্ট)" এর মধ্যে পার্থক্য করতে পারবেন এবং চাহিদাগুলোকে বাদ দিতে পারবেন

১১। পরিপক্বতা হচ্ছে যখন আপনি অন্যের সঙ্গে নিজকে " তুলনা" করা বন্ধ করতে পারবেন

১২। পরিপক্বতা হচ্ছে যখন আপনি পার্থিব,বৈষয়িক সম্পদের সঙ্গে " সুখকে" সংযুক্ত করা বন্ধ করতে পারবেন

( এখন নিজেই যাচাই করুন আপনি কতটুকু " পরিপক্ব "।মাননীয় সাংসদদের এই পরীক্ষা থেকে বাদ রাখতে হবে)

No comments:

Post a Comment