Saturday, November 11, 2017

রোগ কাহিনী -২২:যেন কুয়ার মধ্যে পড়ে গেছি স্যার

আজকের রোগ কাহিনী একটু ভিন্ন ফরমেটে দিচ্ছি। সচরাচর আমি পূর্ন ইতিহাস নিয়ে,মনস্বতাত্বিক পরীক্ষা করে মূল কথাগুলো বলি ও নিজের প্রাসঙ্গিক মন্তব্য রাখি।আজ আপনাদের কাছে কাহিনী দিচ্ছি কুইজ হিসেবে।কয়েকবার এ রোগে আক্রান্ত রোগীনি চেম্বারে কোন প্রম্পট ছাড়াই নিজের রোগ বর্ননা যেভাবে দিয়েছে সেটি সাইকিয়াট্রি বইয়ের ক্লাসিকাল বর্ননা।তাই আমাকে কষ্ট করে রোগ ডায়াগনোসিস করতে হলো না।

রোগীর ভাষ্য :
যেন কুয়ার মধ্যে পড়ে গেছি
সব থেমে গেছে
এনার্জি নেই
দিন যায় না,সময় কাটে না
রান্না করতে ও সাহস নেই
কাজ মনে হয় পাহাড় সমান
কথা শুনতে মন চায় না,বলতে ও মন চায় না
অসহায় লাগে
বিরক্ত লাগে
.......
ওপেন কোশ্চেন - কি রোগ? ব্যাখ্যা সহ আপনাদের মন্তব্য চাচ্ছি

No comments:

Post a Comment