Monday, April 30, 2018

সাইকোলজিক্যাল টিপস:৪১

১। নিজের জন্য কারো কাছে কৈফিয়ত বা সাফাই গাইতে যাবেন না
কেননা যারা আপনাকে পছন্দ করে তাদের এটি প্রয়োজন নেই
আর যারা আপনাকে পছন্দ করে না,তারা এটি বিশ্বাস করবে না
২। নিজের দুংখ- কষ্টের কথা জনে জনে বলে বেড়াবেন না
কেননা ৫০% লোকের আপনাকে নিয়ে কোন মাথাব্যথা নেই
আর বাকি ৫০% বরং এনিয়ে হাসি- তামাশা করবে

No comments:

Post a Comment