Friday, May 10, 2019

সাইকিয়াট্রিস্ট এর জার্নাল -৪৫ঃবিখ্যাতরা যখন অখ্যাতদের নকল করে

১। উইলিয়াম শেক্সপিয়ার ঃরবীন্দ্রনাথ থেকে শুরু করে শেক্সপিয়ার সহ অনেক বাঘা বাঘা লেখকই অন্যের লেখা নকল করেছেন। তবে অখ্যাত লেখকদের ও অনেকে নকল করেছেন।
শেক্সপিয়ার তার বিখ্যাত "ওথেলো " নাটকটি নকল করেছেন ইতালির অখ্যাত লেখক সিন্থিয়ার এক ছোট গল্প থেকে।

২। জর্জ অরওয়েল ঃ আ্যনিমেল ফার্ম বা নাইটিন এইটি ফোর এর লেখক জর্জ অরয়েল এর নাম সবাই জানেন। তার নাইটিন এইটি ফোর রুশ লেখক ইউজিন জামিয়াতিন এর "উই" উপন্যাসের নকল।
তাই আমরা চুনোপুঁটিরা কিছু নকল করলে এতো মাইন্ড খাইয়েন না

No comments:

Post a Comment