১ থেকে ১০ অক্ষরের এমন দশটি ইংরেজি শব্দ আছে যার অর্থ খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ন:
১। I- সবচেয়ে স্বার্থপর শব্দ :এটি এড়িয়ে চলুন
২। we- সবচেয়ে সন্তোষজনক শব্দ :এটি বেশী
ব্যবহার করুন
৩। ego- সবচেয়ে বিষাক্ত জিনিস : একে নিজ আয়ত্বে আনুন
৪। love- সবচেয়ে ব্যবহৃত শব্দ : একে মূল্য দিন
৫। smile- সবচেয়ে প্রীতিপ্রদ ব্যাপার : এটি ধরে রাখুন
৬। rumour- সবচেয়ে দ্রত ছড়ায় যায়: একে উপেক্ষা করুন
৭। success- সবচেয়ে কঠোর শ্রম লাগে যাতে : এটি অর্জন করুন
৮। jealousy- সবচেয়ে ঈর্ষা থাকে যাতে: এ থেকে দূরে থাকুন
৯। knowledge- সবচেয়ে বেশী ক্ষমতা যার: এর অধিকারী হোন
১০। friendship - সবচেয়ে মূল্য দেওয়া হয় যাতে: এটি বজায় রাখুন
No comments:
Post a Comment