Monday, July 3, 2017

সাইকিয়াট্রস্ট এর জার্নাল-৯: মানুষ কেন ও কিসে শ্রেষ্ঠ?

পর্ব-১: আমরা বলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আসলও কি তাই এবং হলে কেন?
আমার সম্ভাব্য প্রকাশিত বই "সুখী মানুষ "  থেকে কিছু তথ্য তুলে দিচ্ছি :

হোমোসেপিন্স বা প্রাজ্ঞ মানব অন্যদের চেয়ে শ্রেষ্ঠ  তাদের ব্রেইনের আকার,ওজন ও গুনগত মানের জন্য।

১। মানুষের ব্রেইনের আকার  ও ওজনে বড়। তাছাড়া  এর বিশেষ কিছু অন্চল অনেক বেশী বিকশিত।

২। ব্রেইনের সামনের অংশকে বলা হয় " চিম্তার অংশ"। এই প্রি- ফ্রন্টাল অংশটি সম্পূর্ন কর্টেক্স এর ৩.৫%- কুকুরের বেলায়,১১.৫% বানরের বেলায় আর মানুষের ক্ষেত্রে এটি ৩০%।

৩। কিছু নিউরাল সার্কিটের অঙ্গ সংগঠনে ও রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। যেমন- ডোপামিন নিউরনগুলো  মানুষের ব্রেইনের অনেক বেশী অংশ জুড়ে থাকে।

৪। সবচেয়ে বড় পার্থক্য ব্রেইনের মূল অংশ কর্টেক্স এ।

এখানে রয়েছে ২২.৫ বিলিয়ন নিউরন।

এ নিউরনগুলো প্রায় ১৬৫ ট্রিলিয়ন স্নায়ু সংযোগ(সিনাপস) তৈরী করে।( সংখ্যাটি কত বড় কল্পনা করতে পারছেন?)

উল্লেখ্য যে ব্রেইনে যত বেশী স্নায়ু সংযোগ সে ব্রেইন তত বেশী উন্নত ও শ্রেষ্ঠ।

৫। এই নিউরনগুলোর ডেনড্রাইট শাখাগুলোর মোট দূরত্ব প্রায় ১২ মিলিয়ন কিলোমিটার ( ১ কোটি ২০ লক্ষ কিলোমিটার) । এদের এক্সন শাখাগুলোর মোট দূরত্ব প্রায় ১ লক্ষ কিলোমিটার।

৬। কর্টেক্স এর ৯০% এর বেশী জুড়ে রয়েছে নিউকর্টেক্স-

বিবর্তনের মাধ্যমে মানুষ যখন উন্নত ও সুসভ্য হয়ে উঠছিলেন এর বড় কারন এই নিউকর্টেক্স এর উদ্ভব।যত বেশী নিউকর্টেক্স তত উন্নত সে প্রানী।

মানুষের আদিম ব্রেইন কর্টেক্স এর ৯০% এর ও বেশী বিবর্তিত হয়ে নিউকর্টেক্স রূপান্তরিত হয়েছে।

৭। বেশ কিছু সার্কিট ও অন্চল বিশেষ ভাবে বিকশিত হয়েছে মানব ব্রেইনে( সেগুলো লম্বা আলোচনা - পরে একসময় বলা যাবে)
তাই মানুষ কেন ও কিসে শ্রেষ্ঠ তা সহজে অনুমেয়
কিন্তু শুধু্  মেধা দিয়ে কি শ্রেষ্ঠ? বিবর্তনের ও শ্রেষ্ঠত্বের ২য় পর্যায়ের কোন অংশে এখন আমরা? এটি বলবো আগামীকাল ২য় পর্বে

No comments:

Post a Comment