পৃথিবী থেকে "সত্য " হারিয়ে যাওয়ার সত্য কাহিনী 
এটি গল্প নয়-সত্য
( নগ্ন মেয়ে মানুষের ছবি দেখে আমার রুচি নিয়ে গালমন্দ করবেন না অথবা ঘৃনায় মুখ ঘুরিয়ে ফেলবেন না বা পোস্ট না পড়ে চলেও যাবেন না)
কেননা - এটি পৃথিবী বিখ্যাত শিল্পকর্ম-নগ্ন সত্য এরকমই,যা আমরা দেখতে ভয় পাই
যেভাবে পৃথিবী থেকে সত্য হারিয়ে গেলঃ
১৯ শতকের লোক কাহিনী অনুযায়ী ঃ
এক দিন "সত্য " ও " মিথ্যার" সাক্ষাৎ হয়।
মিথ্যা সত্যকে বলে " আজকের দিনটি কত চমৎকার "। 
সত্য মিথ্যার কথা বিশ্বাস করতে পারে না।
তবু সংশয় নিয়ে আকাশের দিকে তাকায়।সত্য দেখে দিনটি আসলেই চমৎকার। 
সত্য দীর্ঘশ্বাস ফেলে বলে তা ঠিক, দিনটি সুন্দর।
তারা একত্রে অনেকক্ষণ সময় কাটায়।
অবশেষে তারা একটি কুয়োর কাছে যায়।
মিথ্যা সত্যকে বলে " বেশ পরিস্কার, স্বচ্ছ, সুপেয় পানি "।
এবারও সত্য সন্দেহ নিয়ে পানির স্বাদ নিয়ে দেখে সুমিস্ট ও পরিস্কার পানি।
তারা কাপড় চোপর খুলে নগ্ন হয়ে গোসল করতে নামলো।
হঠাৎ করে মিথ্যা পানি থেকে উঠে এলো এবং সত্যের কাপড় চোপর পরিধান করে দৌড়ে পালিয়ে গেল।
রাগান্বিত সত্য কুয়ো থেকে উঠে মিথ্যার পিছনে দৌড়াতে লাগলো তার কাপড় চোপর ফিরে পাওয়ার জন্য।
পৃথিবী " সত্যের" এই "নগ্ন " অবস্থা দেখে ঘৃনা ও ক্রোধে এর থেকে মুখ ফিরিয়ে নিল।
বেচারা সত্য কুয়োতে ফিরে এলো এবং
তীব্র লজ্জায় এর ভিতর চিরদিনের জন্য লুকিয়ে গেল।
তখন থেকে "মিথ্যা " --"সত্যের পরিধান " পরে পৃথিবীতে ছড়িয়ে পড়ে।
এভাবে মিথ্যা সমাজের প্রয়োজন মিটিয়ে চলছে, যেহেতু পৃথিবী কিছুতেই " নগ্ন সত্যকে" মেনে নিতে রাজি নয়।
(ছবিটি পৃথিবী বিখ্যাত শিল্প কর্ম-  "The truth coming out of the well"-- by jean lean Gerome,1896)।
 
No comments:
Post a Comment