Monday, October 22, 2018

সাইকিয়াট্রিস্ট এর জার্নাল -২৮ঃসৈয়দ হক বচন

বচন-১ঃস্বর্গের পথ নির্জন
(দল করে স্বর্গে যাওয়া যাবে না,একা ও নির্জন পথেই যেতে হবে)

বচন-২ঃযতদিন যাবে তত ভৃত্য জন্ম নেবে

(স্বাধীন দেশে কি  দিন দিন "ভৃত্য" সংখ্যা বাড়বে, স্বাধীন, সাহসী মানুষ নয়?)

বচন-৩ঃএ যেন এক প্রতিযোগিতা চলে আমাদের ভেতরে - আমরা কে কত খারাপ দিক আবিস্কার করতে পারি বাঙ্গালী জনের ও বাঙালি জাতির.....

.( তার বিপরীতে)  চ্যালেঞ্জের মতন আহ্বান করি

"আসুন তবে দেখা যাক আমাদের বিষয়ে ভাল কি কি তা ভেবে দেখি" (বি পজিটিভ বি হ্যাপি)

বচন-৪ঃ  -কাল তিনটা না আরো একটা আছে

-শুন্য কাল

( এক পল্লী গায়কের বরাত দিয়ে)

এই শুন্য কাল থেকে আমরা কবে বের হয়ে আসবো)

বচন-৫ঃ(আলবেয়ার কামুর উপন্যাস দ্যা প্লেগ থেকে উদ্ধৃত করে, পত্রিকার সম্পাদককে এক সাহসী সাংবাদিকের বলা উক্তি )

-যে কথা হাতে রেখে বলা হয়,সে কথায় আমার কোন উৎসাহ নেই..  আমি আমার পরিপার্শ্বের জগত নিয়ে ক্লান্ত ও অসুস্থ- সত্যকে গোপন বা বিকৃত করা এবং অবিচার -অন্যায়ের মধ্যে বাস করা, এমন সমাজের সঙ্গে কোন সম্পর্কই রাখবো না।
সৈয়দ হক এরপর মন্তব্য করেন-"আমাদেরও যেন এমন দিন না আসে,আমাদেরও যেন বলতে না হয়,এমন সমাজের সঙ্গে সম্পর্কই রাখবো না।

( হায় সেদিন কি আসেনি?)

আমি ও বর্তমান সমাজ নিয়ে ক্লান্ত ও অসুস্থ -তাই  পচনশীল সমাজের সঙ্গে সম্পর্ক রাখবো না এ ঘোষণা প্রকাশ্যেই  দিয়েছি
( সময় পেলে পাবলিক লাইব্রেরিতে আসি বই পড়তে। আজ পড়ছিলাম প্রয়াত সৈয়দ শামসুল হকের "স্বর্গের পথ নির্জন " বইটি। সেখান থেকে লাইব্রেরিতে বসেই এ পোস্ট দিলাম)

No comments:

Post a Comment