অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ বারের মতন,যার মধ্যে রয়েছে পরপর তিন বার(হ্যাট্রিক) দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার বিরল সাফল্যের জন্য
আপনি শুধু দেশের প্রধানমন্ত্রী নন,জাতির পিতার কন্যা ও বটে
আপনার শাসনামলে বাংলাদেশকে বিভিন্ন সূচকে একটি অনন্য উচ্চতায় তুলে এনেছেন।
এবার সুযোগ এসেছে কেবল পরিমাণগত উন্নতি নয়-
একটি প্যারাডাইম সিফটের,গুনগত পরিবর্তনের,অন্য রকম ইতিহাস রচনার
#খুলে দিন মত প্রকাশের সকল দুয়ার;
দল-মত নির্বিশেষে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে চোখ বন্ধ করে ব্যবস্থা নিতে নির্দেশ দিন;
শিক্ষার গুনগত মান উন্নয়নে পরীক্ষা পদ্ধতি সহ মুল্যায়নে আনুন আমূল পরিবর্তন ;
সব নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রথম বিবেচনা বলে নির্ধারণ করুন;
আইন যেন চলে সত্যিকার অন্ধ চোখে ;
প্রশাসন, সমাজের সর্বস্তরে সুশাসন নিশ্চিত করুন;
দেশীয় চিকিৎসার অরাজকতা, মানহীনতা নিয়ন্ত্রন করে, সংখ্যার চেয়ে উন্নতমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় "মান বিচার " প্রক্রিয়া চালু করুন;
প্রাজ্ঞ, মেধাবী ও গবেষকদের শিক্ষক হিসেবে নিয়োগের বাধ্যবাধকতা চালু করুন ;
অপরাধ ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রাথমিকভাবে সামাজিক প্রতিরোধ ও সামাজিক ন্যায় বিচার এর উপর জোর দিয়ে "পঞ্চায়েত " পদ্ধতি চালু করুন(দলীয় লোক দিয়ে নয়);
মাদকাসক্তি ও মানসিক রোগের উপর বিশেষ গুরুত্ব দিন;
রেল পথকে প্রধান পরিবহন সেক্টর করতে এর আধুনিকায়নে জোর দিন ;
বিমানকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিন;
ঢাকার হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও সংস্কার করে ঢাকাকে ভেনিস নগরী হিসেবে তৈরি করুন;
সকল প্রকার স্হানীয় চাঁদাবাজি, বিশেষ করে গন পরিবহন সেক্টর চাঁদাবাজি মুক্ত করুন ;
(লিস্ট আর বড় না করে বলছি)
অবশ্যই নিরাপদ সড়ক ও তরুনদের ব্যাপক কর্ম সংস্হানের জন্য কার্যকর আশু পদক্ষেপ গ্রহণ করুন
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি
No comments:
Post a Comment