Tuesday, January 1, 2019

মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে একজন ক্ষমতাহীন, প্রান্তিক নাগরিকের বিনীত অনুরোধ

অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ বারের মতন,যার মধ্যে রয়েছে পরপর তিন বার(হ্যাট্রিক) দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার বিরল সাফল্যের জন্য

আপনি শুধু দেশের প্রধানমন্ত্রী নন,জাতির পিতার কন্যা ও বটে
আপনার শাসনামলে বাংলাদেশকে বিভিন্ন সূচকে একটি অনন্য উচ্চতায় তুলে এনেছেন।

এবার সুযোগ এসেছে কেবল পরিমাণগত উন্নতি নয়-
একটি প্যারাডাইম সিফটের,গুনগত পরিবর্তনের,অন্য রকম ইতিহাস রচনার

#খুলে দিন মত প্রকাশের সকল দুয়ার;
দল-মত নির্বিশেষে   সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে চোখ বন্ধ করে ব্যবস্থা নিতে নির্দেশ দিন;
শিক্ষার গুনগত মান উন্নয়নে পরীক্ষা পদ্ধতি সহ মুল্যায়নে আনুন আমূল পরিবর্তন ;
সব নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রথম বিবেচনা বলে নির্ধারণ করুন;
আইন যেন চলে সত্যিকার অন্ধ চোখে ;
প্রশাসন, সমাজের সর্বস্তরে সুশাসন নিশ্চিত করুন;
দেশীয় চিকিৎসার অরাজকতা, মানহীনতা নিয়ন্ত্রন করে, সংখ্যার চেয়ে উন্নতমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় "মান বিচার " প্রক্রিয়া চালু করুন;
প্রাজ্ঞ, মেধাবী ও গবেষকদের শিক্ষক হিসেবে নিয়োগের বাধ্যবাধকতা চালু করুন ;
অপরাধ ও অনৈতিক কাজের বিরুদ্ধে প্রাথমিকভাবে সামাজিক প্রতিরোধ ও সামাজিক ন্যায় বিচার এর উপর জোর দিয়ে "পঞ্চায়েত " পদ্ধতি চালু করুন(দলীয় লোক দিয়ে নয়);
মাদকাসক্তি ও মানসিক রোগের উপর বিশেষ গুরুত্ব দিন;
রেল পথকে প্রধান পরিবহন সেক্টর করতে এর আধুনিকায়নে জোর দিন ;
বিমানকে প্রাইভেট সেক্টরে দিয়ে দিন;
ঢাকার হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও সংস্কার করে ঢাকাকে ভেনিস নগরী হিসেবে তৈরি করুন;
সকল প্রকার স্হানীয় চাঁদাবাজি, বিশেষ করে গন পরিবহন সেক্টর চাঁদাবাজি মুক্ত করুন  ;
(লিস্ট আর বড় না করে বলছি) 

অবশ্যই নিরাপদ সড়ক ও তরুনদের ব্যাপক  কর্ম সংস্হানের জন্য কার্যকর আশু পদক্ষেপ গ্রহণ করুন

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

No comments:

Post a Comment