Monday, January 7, 2019

সাইকিয়াট্রিস্ট এর জার্নাল -৩১ঃগনেশ যদি উল্টে যেতো -প্রানেশের চেহারা কেমন হতো?


যদি  নির্বাচনে অন্য দল জিতে সরকার গঠন করতে পারতো, তাহলে কিছু মুখোশধারী  লোকের অবস্থান, আচরণ, কথা বার্তা কেমন হতো?

প্রিয় সাংবাদিক   পান্না ভাই নির্বাচনের পরপরই এরকম একটি স্টাটাস দিয়েছিলেন।তিনি তার স্বগোত্র কিছু সাংবাদিক ও টকশো জীবিদের কি করুন হাল হতে পারতো, তার একটি রেখাচিত্র অঙ্কনের চেষ্টা করেছিলেন। 

আমি আমার গোত্র কুলের কারো কারো কি ধরনের চেহারা হতো তা অনুমান করার চেষ্টা করছি।

তবে প্রথমেই বলে রাখি সব দলেই বেশির ভাগ কর্মী সমর্থকরা নিবেদিত ও নিষ্ঠাবান। অতি স্বল্প সংখ্যক থাকেন যারা দলের জার্সি পড়ে থাকেন,বিভিন্ন কমিটিতেও থাকেন এবং দল ক্ষমতায় থাকলে হালুয়া রুটির বেশির ভাগ ভক্ষণ করেন।কেননা অন্য নিষ্ঠাবান কর্মীদের চেয়ে এরা বেশি চতুর, নিজকে বেশী দৃশ্যমান রাখে। দল ক্ষমতায় না থাকলেও এরা দলের জার্সি গায়ে রাখে ঠিকই, কিন্তু আচরণ স্বভাবে রূপ পরিবর্তন করে, যাতে তখনও সরকারি আনুকূল্য, সুবিধা ষোল আনা পাওয়া যায়।
এরা দলের জার্সি বদল না করে ও যখন যে দল ক্ষমতায় বা ব্যক্তি ক্ষমতায় থাকে তার তাবেদারিতে ওস্তাদ, যাতে সর্বাবস্হায় নিজের কায়েমি স্বার্থ উদ্ধার হয়।

শুধু এরকম গুটিকয়েক ধান্দাবাজের চেহারা কেমন হতো সেটি জানার কৌতুহল।

চাঁদের একটি অংশ মাত্র আমরা আজীবন দেখে আসছি।
কোনদিনই এর অপর অংশ পৃথিবী থেকে দেখা যাবে না।তাই সব অনুসন্ধানী মন পরম কৌতুহলভরে আশায় থাকে চাঁদের সে অদেখা, অজানা দিকটি জানা ও দেখার।

সুখবর হচ্ছে কিছু দিন আগে এই প্রথমবারের মতন চীনের একটি রোবট চাঁদের সেই কখনো না দেখা অংশে সফল ভাবে অবতরন করতে সক্ষম হয়েছে।
মানব জাতি প্রথমবারের মতন সেই "চির ঢেকে" রাখা মুখোশ খুলতে পেরেছে।

আমাদের চারপাশে এমন কিছু ধুরন্ধর, সুবিধাবাদী,সুযোগ সন্ধানী মুখোশ পরা লোক রয়েছে যে আমরা কখন মুখোশের আড়ালে তাদের যে আসল চেহারা তা দেখতে পাই না(চাঁদের অপর পিঠের মতন)।

ঐরকম মুখোশধারীদের প্রকৃত চেহারা তখন কেমন দেখাতো যদি অন্য কোন দল  সরকার গঠন করতে পারতো?

দুটি গ্রুপের দুই অবস্থা ঃ

১।নিজেদের আখের ঘোচাতে,সুবিধা নিতে যারা বর্তমান  সরকারের গুনকীর্তনে মুখে ফেনা তুলে ফেলছে -এরকম "আলাল-দুলাল" জাতীয় মুখোশধারী কম ঈমানের লোকগুলোর অবস্থান, আচরণ যেমন হতো, তা রীতিমতো উপভোগ করার মতন হতো নিঃসন্দেহে
(ভাগ্যিস  আলাল-দুলালদের সেই বোল পাল্টানো ডিগবাজির চেহারা আমাদের দেখতে হলো না)

২।যারা তলে তলে ভিন্ন গ্রুপের কিন্তু সাহসের অভাবে বা সুবিধা নিতে এ সরকারের সঙ্গে তালমিলেয়ে চলছে -তাদের আসল চেহারা জাতিকে দেখতে না হওয়াতে আমরা বেচে গেছি।

এতোদিন যারা ঘাপটি মেরে বসেছিল,সুবোধ বালকের মতন হাওয়া বুঝে পাল তুলেছে, যতটুকু সুযোগ সুবিধা নিতে পারার নিয়েছে, ক্ষমতা বদল হলে সেই মুখোশধারীদের প্রকৃত চন্ডাল মূর্তি জাতি দেখতে পেতো।
এই পক্ষের ডাক্তার নেতা  স্বাস্থ্য মন্ত্রণালয় অঘোষিত ভাবে দখল করে নিতো,সব বদলি,প্রমোশনের জন্য চিরকুটে স্লিপ যেতো,আমাদের সাবজেকট থেকে দেশের দক্ষিণের প্রবীন(?)নেতা,তার পাশের জেলার   নব্য  উঠতি নেতা, দেশের কেন্দ্রের   এক বিপ্লবী পুরুষ ও একজন বিপ্লবী নারী (অতি আত্ম অহঙ্কারী)  সহ আরো ও কিছু সংখ্যক  তেমন লোকদের মসনদ দখলের ও সকল রাস্ট্রূীয় সুবিধা এককভাবে কুক্ষিগত করার যে মহোৎসব চলতো, ভাগ্যিস জাতিকে তাও দেখতে হয়নি ।

তাহলে কি চাঁদের এক পিঠ যেমন আমরা কোনদিন দেখবো না,এদের মুখোশের আড়ালে যে খবিশ মুখ তাও কি আমরা দেখতে পাবো না?

যদি আপনি নীতিবান হন,সাহসী হন,দল-কানা না হন তাহলে এসব আলাল-বেলালের সময়মত হেলে পড়া  চরিত্র  ধরতে না পারার কথা না।আমাদের চারপাশেই ঘাপটি মেরে বসে আছে এসব মুখোশধারী।এরা আমাদের খুবই চেনা মুখ, তবুও কতো অজানা।

No comments:

Post a Comment