নোবেল জয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এর কিছু উক্তি ঃ
১। যিনিই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেন,ক্ষমতা পেলে তিনি নিজেও স্বৈরাচার হওয়ার ঝুঁকি বহন করেন
২। নারী জগৎ সংসার চালু রাখে,সবকিছু ভেঙে পড়া থেকে রক্ষা করে। তখন পুরুষ ইতিহাসকে সামনে ঠেলে দেওয়ার চেষ্টায় রত থাকে। শেষ বিচারে বলা শক্ত দুই জাতের কোনটি বেশী উন্মাদ
৩। (আমার) বইয়ের এমন কাটতি কেন, সে তথ্য জানাটা খুবই বিপজ্জনক হয়ে দাড়াতে পারে বলে , সাফল্যের গোপন সূত্র জানতে চাই না।
৪। যদি ঈশ্বরে বিশ্বাস না করো তো, অন্তত কুসংস্কারে বিশ্বাসী হও
 
No comments:
Post a Comment